শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে এগিয়ে এসেছে রেল কর্তৃপক্ষ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কলকাতা সফরের সময় এ জেলার দুবরাজপুরের বিধায়ক অনুপকুমার সাহা রেলমন্ত্রীর কাছে জামালপুর এক্সপ্রেস ও তেভাগা এক্সপ্রেস এই দুটি দূরপাল্লার ট্রেন মুরারই স্টেশনে থামানোর জন্য আবেদন জানিয়েছিলেন। রেলমন্ত্রক তা যাচাই ক’রে এই আবেদন মঞ্জুর করেছে বলে খবর। আগামী পয়লা নভেম্বর থেকে বীরভূমের মুরারই স্টেশনে 13071/13072 হাওড়া-জামালপুর-হাওড়া এক্সপ্রেস এবং 13161/13162 কলকাতা-বালুরঘাট-কলকাতা “তেভাগা এক্সপ্রেস” এই ট্রেন দুটি আসা-যাওয়া উভয় সময়েই স্টপেজ দেবে বলে এক রেল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মুরারই এবং সন্নিহিত এলাকার রেল যাত্রীদের কাছে এ এক সুখের খবর। উল্লেখ্য, দুটি ট্রেনই উভয় দিকে এক মিনিটের জন্য মুরারই স্টেশনে থামবে।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম।