সেখ রিয়াজুদ্দিনঃ
গেরুয়া পাহাড়ি-সিউড়ি ভায়া খয়রাসোল রাজনগর যাত্রীবাহী বেসরকারি (ডাবলু ৫৩ সি ৩৫৯৮ ) অর্পণ নামক বাসটি শনিবার বিকেলে লোকপুর ঢোকার মুখে লোকপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সদর গেটের সম্মুখে বিদ্যুৎ খুঁটিতে সজোরে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে। বরাতজোরে বড়সড় দূর্ঘটনার হাত থেকে রেহাই পায় স্থানীয় লোকজন। উল্লেখ্য ঘটনাস্থলের সম্মুখে লোকপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সদর দরজা তাছাড়া একটি টিউবওয়েল রয়েছে, এছাড়াও এগারো হাজার ভোল্টের তারও গিয়েছে ঐ সংলগ্ন বিদ্যুৎ খুঁটির সামনে দিয়ে। এখানে সচরাচর জল নেওয়া সহ অন্যান্য কাজের তাগিদে বহু মানুষের যাতায়াত, সৌভাগ্যবশত সেই মুহুর্তে কোনো লোকসমাগম ছিল না। যাত্রী সাধারণ সহ সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিদ্যুৎ খুঁটি দু টুকরো ভাবে ভেঙে পড়ায় এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় লোকপুর থানার পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়। সেই সাথে খয়রাসোল বিদ্যুৎ দপ্তরে খবর দেওয়া হলে যুদ্ধকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহের কাজে নেমে পড়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। ঘটনার পরেই বাসের চালক সহ খালাসি পলাতক। পুলিশ বাসটি নিজেদের আয়ত্তে নিয়ে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা শফিক খান এক সাক্ষাৎকারে বাস দূর্ঘটনা সম্পর্কে জানান।