সেখ রিয়াজুদ্দিনঃ
রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে শনিবার দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। রাজ্যের ডেপুটি স্পিকার ড : আশীষ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে দলীয় কর্মসূচির মুখ কথা ব্যাক্ত করেন। তিনি প্রথমেই উপস্থিত সকল সাংবাদিকদের সাথে শারদীয়ার শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি বলেন আজকে দুটি কারণে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে বারবার চিঠি লিখেছেন একশ দিনের টাকা ও আবাস যোজনার প্রাপ্য টাকার বিষয়ে। কিন্তু কেন্দ্র সরকার কোন কর্ণপাতই করছেন না। নানা অজুহাতে শুধু টালবাহানা করে চলেছেন। এনিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দলোনের কথা সকলেই জানেন। উক্ত টাকা আদায়ের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধারনায় বসেছেন। রাজঘাটে ২ অক্টোবর মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আন্দোলন শুরু করেন। এরপর দিল্লিতে যন্তর মন্তর রোডে বসে ধর্নায়। কৃষিমন্ত্রীর সাথে দেখা করতে গিয়ে দেখা না পাওয়াই সেখানে ধরনায় বসলে পুলিশ তাকে গ্রেফতার করে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়ি গ্যারান্টি এক্ট অনুসারে আইন আছে যিনি কাজ করবেন তাকে টাকা দিতে হবে। কিন্তু বাংলার মানুষ ১০০ দিনের কাজ করে এবং জব কার্ড থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাদের পারিশ্রমিক বা প্রাপ্য টাকা থেকে তাদের বঞ্চিত করে রেখেছে। আবাস যোজনার ক্ষেত্রেও সেইরুপ বহু মানুষ আজ ভোগান্তির শিকার। তারা কাঁচা বাড়ি ভেঙে ফেলেছিল পাকা বাড়ির আশায়। কিন্তু মধ্যিখানে কেন্দ্রের বিভ্রান্তিতে তারা বঞ্চিত। ঘর ভাঙার ফলে এবং টাকার অভাবে নতুন ঘর তথা আবাস যোজনার টাকা না পাওয়ায় এখনো তারা ত্রিপল খাটিয়ে চালাঘরের মধ্যে বসবাস করছেন। এটা এক প্রকার গরিব মানুষদের প্রতি বঞ্চনা। এনিয়ে আগামী ২৩ তারিখ মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা ডেকেছেন নির্বাচিত জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্বদের নিয়ে। বাংলার মানুষের প্রতি যে বঞ্চনা সে বিষয়ে তুলে ধরার জন্যই। আগামীর আন্দোলনের রূপরেখা তুলে ধরবেন এবং দলীয় কর্মীদের নির্দেশ দিবেন। বাংলার মানুষের প্রতি কেন্দ্র সরকারের যে বঞ্চনা তথা গরীব কৃষকের টাকা ফেরৎ এর দাবির কথা তুলে ধরার জন্য এদিন সাংবাদিক সম্মেলন থেকে সাংবাদিকদের কাছে অনুরোধ জানান রাজ্যের ডেপুটি স্পিকার ড আশীষ ব্যানার্জী।