সেখ রিয়াজুদ্দিনঃ
আগামী রবিবার অনুষ্ঠিত হবে কালীপূজা। সেই উপলক্ষে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং প্রশাসনিক বিধিনিষেধ মেনে চলার লক্ষ্যে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও খয়রাশোল থানার ব্যবস্থাপনায় স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাকক্ষে সোমবার শান্তি কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। এদিন বৈঠকে উপস্থিত কালীপূজা উদ্যোক্তাদের মধ্যে সচেতন করা হয় বিভিন্ন বিষয়ে। যেমন কেউ কোথাও ডিজে বক্স বাজাবেন না। মদ্যপ অবস্থায় মন্ডপে যাবেন না। জুয়া খেলা থেকে বিরত থাকবেন। অশালীন আচরণ করবেন না। প্রতিটি মন্ডপে কমিটির দুজন করে সদস্য সারারাত পাহারায় থাকবেন। শব্দ বাজি ফাটাবেন না। বারোয়ারী পুজোর জন্য প্রশাসনিক অনুমতি নেবেন ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। তাছাড়াও জমি গাড়ি কেনাবেচা, ভূয়ো ফোন, আধার কার্ড সংক্রান্ত বিষয়ে সচেতন করা হয়। একের আনন্দ অন্যের নিরানন্দের কারণ যেন না হয়ে দাঁড়ায় সেটা দেখার দায়িত্ব সকলের। কোনো রকম ঝামেলা বা অশান্তির সম্মুখীন হলে সাথে সাথে স্থানীয় থানার সাথে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন্দু গাঙ্গুলী, খয়রাশোল থানার ও সি তপাই বিশ্বাস, এ এস আই চিন্ময় চট্টোপাধ্যায়, চন্দ্রশেখর ঘোষ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।