শম্ভুনাথ সেনঃ
গরু বাঁধনা পরব বীরভূমের গ্রাম এলাকার একটি বিশেষ উৎসব। কালীপুজোর পরের দিনই প্রতিপদ তিথিতে এই উৎসবে মেতে ওঠে গোটা বীরভূমবাসী। বিশেষতঃ গ্রামের গোপালক গৃহস্থ বাড়িতে এই বাঁধনা পরবে গো বন্দনায় মেতে ওঠে গ্রামের মানুষজন। এদিন গোয়ালে আলপনা এঁকে গরু মহিষদের তেল সিঁন্দুর দিয়ে বরণ করা হয়। গো বন্দনা হিসেবে এই উৎসব বেশি পরিচিত। এদিন সকাল থেকেই পুকুরে গরুকে স্নান করিয়ে শিং এ তেল মাখিয়ে গোয়ালে বাধা হয়। বিকেলে বিভিন্ন রং দিয়ে পোয়ার সাহায্যে সারা শরীরে দেওয়া হয় গোল গোল ছোপ। গোয়ালে করা হয় শঙ্খ ধ্বনি। গরুর মাথায় স্পর্শ করা হয় সোনা রূপার গহনা। গরুর সামনে ধরা হয় আয়না। গ্রাম বাংলার মানুষ এইভাবে গো বন্দনায় ধরে রেখেছেন তাদের ঐতিহ্য সংস্কৃতি। বীরভূমের দুবরাজপুর ব্লকের হালসোত গ্রামে একগৃহস্থ বাড়ি বীরেন সরকারের গোয়ালে সেই ছবি ধরা পড়েছে বীরভুমের সেরা সাপ্তাহিকী নয়াপ্রজন্মের ওয়েবসাইটের পাতায়।