শম্ভুনাথ সেনঃ
তারাপীঠ তারামাতা সেবায়েত সংঘ ও সেবায়েতদের ব্যবস্থাপনায় বীরভূমের তীর্থক্ষেত্র তারাপীঠের ইতিকথা নিয়ে নির্মাণ হয়েছে তথ্যচিত্র। গত ১২ নভেম্বর কালীপূজার দিন এই তথ্যচিত্রের উদ্বোধন হয়। তারামায়ের পুজো দিতে আসা দর্শনার্থীদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তাদের একঘেয়েমি দূর করতে এবং সেই সময়ে তারামায়ের আধ্যাত্মিক ভাবনায় ভক্ত ও পুণ্যার্থীদের জারিত করার লক্ষ্যে এমন তথ্যচিত্রের ভাবনা। এই তথ্যচিত্রে পাওয়া যাবে মন্দির নির্মাণের ইতিহাস, মায়ের গান, বামদেবের জীবনকথা, জয়দত্ত সদাগারের কাহিনী, মন্ত্র ও স্ত্রোত্র পাঠ সেইসঙ্গে এলাকার দ্রষ্টব্য স্থানের বিবিধ বিষয়। তাছাড়া তারাপীঠ সম্পর্কে বিভিন্ন তথ্য তারামায়ের পূজার সারাদিনের নির্ঘণ্ট সেই সঙ্গে দর্শনার্থীদের মন্দির চত্বরে প্রবেশ করা ও পূজা দেওয়া সংক্রান্ত নানা নিয়ম বিধি সবকিছুই ধরা পড়েছে এই তথ্য চিত্রে। এই তথ্যচিত্রের বিষয়বস্তু লিখেছেন তারামায়ের প্রবীণ সেবায়েত তথা লেখক প্রবোধকুমার বন্দ্যেপাধ্যায়। তথ্যচিত্রটি নির্মাণ করেছেন সুমন চৌধুরী। সেবায়েত সংঘের সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন আগামী দিনে (জায়েন্ট স্কিন) বড় পর্দার মাধ্যমে তা দেখানো হবে। উল্লেখ্য, বর্তমানে মন্দির চত্বরে দুটি এবং জীবিত কুন্ডুর পুকুরপাড় এলাকায় চারটি টিভি বসানো হয়েছে।