সাহিত্য অকাদেমির উদ্যোগে শিশু দিবস এবং জাতীয় পুস্তক সপ্তাহ উদযাপন

মেহের সেখঃ

১৪ নভেম্বর ছিল শিশু দিবস। আর ১৫ নভেম্বর বুধবার সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের কলকাতা অফিসে নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিশু দিবস উদযাপন করা হয়। এছাড়াও এদিন জাতীয় পুস্তক সপ্তাহ (১৫ নভেম্বর থেকে ২১ নভেম্বর) উপলক্ষ্যে সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের কলকাতা অফিসে পুস্তক প্রদর্শনী এবং বিক্রয় নামে একটি কর্মসূচীর শুভ উদ্বোধন করেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই প্রদর্শনীতে যেমন বিভিন্ন প্রকাশনীর বই দেখানো হবে তেমনি অকাদেমির বই গুলো ১৫ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত সকল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাবে। এছাড়াও এদিন সাহিত্য অকাদেমির পক্ষ থেকে শিশু দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের পাঠাগারে শিশুদের জন্য সদ্য নির্মিত ‘বাচ্চো কা কোনা’ নামে একটি কর্ণারের উদ্বোধন করা হয়। কর্ণারটির উদ্বোধন করেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই কর্ণারের শিশু পুস্তকালয়ে বিভিন্ন ভারতীয় ভাষায় শিশু সাহিত্য শিশু পাঠকের জন্য সাজানো হয়েছে। এই কর্ণার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সাহিত্য অকাদেমির সচিব ড. কে. শ্রীনিবাস রাও, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের সচিব ড. দেবেন্দ্র কুমার দেবেশ প্রমুখ। এদিন উদ্বোধন পর্ব সমাপ্তির পর সাহিত্য অকাদেমির উদ্যোগে বাংলা ভাষায় শিশু সাহিত্য শীর্ষক আলোচনা চক্রের আয়োজন করা হয়। উক্ত আলোচনা চক্রের শুভ উদ্বোধন করেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সাহিত্য অকাদেমির সচিব ড. কে শ্রীনিবাস রাও তাঁর স্বাগত ভাষণে বাংলা ভাষায় শিশু সাহিত্যের উজ্জ্বল সম্ভাবনার দিক গুলো উল্লেখ করেন। অনুষ্ঠানের মূল বক্তা সাহিত্যিক প্রচেত গুপ্ত তাঁর শৈশবের কথা মনে করিয়ে খুব সুন্দর বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভামুখ্য হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরপর সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের সচিব ড. দেবেন্দ্র কুমার দেবেশ ধন্যবাদ জ্ঞাপন করে আলোচনা চক্রের উদ্বোধনী পর্বের অনুষ্ঠান শেষ করেন। এরপর দুটো পর্বে শিশু সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে নিবন্ধ পাঠ করেন আশিস খাস্তগীর, রূপা মজুমদার, উল্লাস মল্লিক, সিজার বাগচী, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, প্রণবেশ মাইতি। এই দুই পর্বের অনুষ্ঠানে সভামুখ্য হিসেবে ছিলেন অশোককুমার মিত্র ও ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *