বীরভূম জেলা কংগ্রেসের পক্ষ থেকে ইন্দিরা গান্ধীর ১০৭ তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য

শম্ভুনাথ সেনঃ

প্রিয়দর্শিনী, ভারতরত্ন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ১০৭ তম জন্মদিনটি আজ ১৯ নভেম্বর যথোচিত শ্রদ্ধায় বীরভূম জেলা কংগ্রেসের পক্ষ থেকে ময়ূরেশ্বর বিধানসভার গদাধরপুর বাজারে উদযাপিত হয়। সকাল ৯.৩০ টায় তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা কংগ্রেসের কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা ও উপস্থিত কংগ্রেস কর্মী সমর্থকরা। পরে সভাপতি বক্তব্যে জন্মদিন স্মরণে তুলে ধরেন ইন্দিরাজীর জীবন গাথা। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কমিটির সদস্য শান্তিরাম মাল, কবীর হোসেন সেখ, মাধব রায়, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বজরুল হক, প্রবীণ কংগ্রেস নেতা জহরলাল সেখ, যুব কংগ্রেসের উত্তম দত্ত প্রমুখ নেতৃত্ব।এদিন এই অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষজন যোগ দেন।


বীরভূমের ইলামবাজারে ইন্দিরা গান্ধীর ১০৭ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর ১০৭ তম জন্মদিনটি বীরভুমের ইলামবাজার ব্লক কংগ্রেসের পক্ষ থেকেও আজ যথোচিত মর্যাদায় দিনটি উদযাপিত হয়। বৈষ্ণব তীর্থভূমি জয়দেব কেন্দুলিতে ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে আজ ১৯ নভেম্বর সম্মিলিত হয় ব্লক কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি সেখ নাজিমউদ্দিন, শ্রদ্ধানন্দ মুখার্জি, স্থানীয় সাংবাদিক সুভাষ কবিরাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রথমেই ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বক্তব্যে তুলে ধরা হয় ইন্দিরা গান্ধীর জীবনের নানা দিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের কার্যকরী সভাপতি নাজিমুদ্দিন সকল সাধারণ মানুষকে একজোট হয়ে আগামী দিনে ভারতের নতুন ভবিষ্যৎ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ভারতবর্ষে সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করে দলীয় নেতৃত্বকে এগিয়ে যাওয়ার বার্তা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *