শম্ভুনাথ সেনঃ
প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী ডাঃ মোতাহার হোসেনের ১২ তম মৃত্যুবার্ষিকী যথোচিত শ্রদ্ধায় পালিত হয় বীরভূমের মুরারইতে। ২০১১ সালের ২০ নভেম্বর ৮০ বছর বয়সে তিনি প্রয়াত হন। উল্লেখ্য, ১৯৭২ সালে তিনি প্রথম কংগ্রেসের প্রতীকে বিধায়ক হন। প্রথমবার জিতেই তৎকালীন সিদ্ধার্থশংকর রায়ের মন্ত্রিসভায় তিনি স্বরাষ্ট্র, অর্থমন্ত্রী ছিলেন। পরবর্তীতে তিনি বাম সরকারের আমলেও পরপর পাঁচবার জাতীয় কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়ে বিধায়ক হন। প্রসঙ্গত ডাঃ মোতাহার হোসেনের পুত্র ডাঃ মোশারফ হোসেন মুরারই বিধানসভার বর্তমান তৃণমূলের বিধায়ক। আজ বিধায়কের দলীয় কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। তাঁর রাজনৈতিক জীবনের নানা কথা তুলে ধরেন বক্তারা। স্মৃতিচারণা করেন পুত্র তথা বিধায়ক ডাঃ মোশারফ হোসেন, মোতাহার অনুরাগী প্রিয়জন স্থানীয় আশরাফ আলী, চাতরা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক (TIC) দোস্ত মহম্মদ প্রমুখ। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন অন্যান্য যুবসমাজ ও দলীয় নেতৃত্ব। প্রয়াত বিধায়কের স্মরণে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় প্রার্থনা সভা।
ডাঃ মোতাহার হোসেনের পুত্র বর্তমান বিধায়ক মোশারফ হোসেন
ছবি ও ভিডিওঃ দীপু মিঞা, মুরারই, বীরভূম।