বীরভূমের কলেশ্বর শিবালয়ে দেবতপস্বী দ্বারিকানাথ মহারাজের ১৬৪ তম আবির্ভাব তিথি উদযাপন

শম্ভুনাথ সেনঃ

শ্রী শ্রী ১০৮ মহাত্মা দেবতপস্বী দ্বারিকানাথ মহারাজের ১৬৪ তম আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে আজ ২৫ নভেম্বর ভক্ত সমাবেশে উৎসব মুখর হয়ে উঠে বীরভুমের কলেশ্বর শিবালয় ও আশ্রম চত্বর। এই উপলক্ষে সারাদিন ধরে হরিনাম সংকীর্তন, শাস্ত্রপাঠ, বিশেষ পূজা-অর্চনা ও হোম-যজ্ঞ অনুষ্ঠিত হয়। দুপুরে মন্দির চত্বরে আয়োজন করা হয় নরনারায়ণ সেবার। উদ্যোক্তাদের পক্ষ থেকে কোটাসুর হাইস্কুলের বৃষ্টি দফাদার এবং স্বাগতা মণ্ডল এই দুই কৃতি ছাত্রীকে এদিন “আন্নাকালীদেবী স্মৃতি” পুরস্কার প্রদান করা হয়। ২০২৩ এর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৫৪ ও ৪৫০ নাম্বার পেয়ে তারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এছাড়া এদিন জেলার বিশিষ্ট সাহিত্যিক গীতিকণ্ঠ মজুমদারের হাতে দেওয়া হয় “সাহিত্য স্মারক সম্মাননা”। উপস্থিত ছিলেন আশ্রম কমিটির সভাপতি শুকদেব মিত্র, সম্পাদক অজিত কুমার মন্ডল, বিশিষ্ট পূজারী অরুন কুমার পাণ্ডা, নেতাজি সংস্কৃতি মঞ্চের সম্পাদক হিমাদ্রিশেখর দে ও কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দনা রায়, ময়ূরেশ্বর ২ নং পঞ্চায়েত সমিতির সদস্য স্বান্তনা রায় বিশ্বাস ও এলাকার বিশিষ্ট জনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *