আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন সিউড়ি বিদ্যাসাগর কলেজ

সেখ রিয়াজুদ্দিনঃ

আজ ২৫ নভেম্বর সমগ্র বিশ্বের পাশাপাশি দেশেরও নানান স্থানে বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয়ে থাকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। সেই সাথেই আজ থেকে এক পক্ষ কালব্যাপী অর্থাৎ ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হবে। উল্লেখ্য ১৯৮১ সালে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে উক্ত দিনটি ধার্য করা হয় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের। “নারীর প্রতি সহিংসতা বন্ধ করো- সম অধিকার নিশ্চিত করো”- এই স্লোগানকে সামনে রেখেই আজ শনিবার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও সিউড়ি বিদ্যাসাগর কলেজের ১৫ ব্যাটেলিয়ন এনসিসি র যৌথ উদ্যোগে শিবিরটি অনুষ্ঠিত হয় বীরভূম জেলার সিউড়ি বিদ্যাসাগর কলেজে। স্থানীয় কলেজের এনসিসি ১৫ বেঙ্গল ব্যাটেলিয়ন এর ছাত্র-ছাত্রীরা শিবিরে অংশগ্রহণ করে। এদিন আলোচনা সভায় মূল বিষয়বস্তু ছিল মহিলাদের উপর বিভিন্ন প্রকার অত্যাচার যাহাতে না হয় এবং কি কি ভাবে সেগুলো অবরোধ বা প্রতিরোধ করা যায়, সে সমন্ধে সচেতনত করা হয়। এদিন শিবিরে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সেক্রেটারি ও জজ সুপর্না রায়, এনসিসি ল্যাফটেনেন্ট ড. হেমন্ত সাহা, মেজোর রাম পাল, অধ্যাপিকা রিতা মুখ্যপাধ্যায়, পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক, অধ্যাপক সুশান্ত রাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। একান্ত সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সেক্রেটারি সুপর্না রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *