
শম্ভুনাথ সেনঃ

বীরভূমের রামপুরহাট মহকুমার চাকপাড়া গ্রামের তাপস লেট তার দীর্ঘ দু’বছর ধরে সঞ্চয় করা ১০ টাকার কয়েন দিয়ে কিনেছে হিরো গ্ল্যামার ক্লাসিক গাড়ি। এমন খবরে অনেকেই হতবাক। মল্লারপুর জয় জগন্নাথ মোটরস বাইক শোরুমে গত ২৭ নভেম্বর সন্ধ্যাবেলায় ৬টি ঝোলা ভর্তি ১০ টাকার কয়েন নিয়ে আসেন গাড়ি কিনতে। এসেছিলেন একটি টোটো করে ভাইকে সঙ্গে নিয়ে। কয়েন দেখে শোরুমে মালিক প্রদীপ্ত কুমার মন্ডল প্রথমে থতমত খেয়ে যান। পরে সেলসম্যান পার্থ লেট সহ শোরুমের কর্মীরা কয়েন গুনতে হাত লাগান। পার্থ লেট জানিয়েছেন সে ৫০ হাজার টাকা দিয়েছে শুধু ১০ টাকার কয়েন। বাকি দেয় নোট। গাড়িটির মোট দাম পড়েছে ১ লক্ষ ১ হাজার ৩৫০ টাকা। উল্লেখ্য, ভারতের তামিলনাড়ুতে ১০ টাকার কয়েন দিয়ে চার চাকা গাড়ি কিনে অবাক করেছিলেন এক যুবক। এবার বীরভূমের রামপুরহাট থানার চাকপাড়া গ্রামের লটারি বিক্রেতা তাপস লেট ১০ টাকার কয়েন জমিয়ে লাখ টাকার মোটর বাইক ক্রয়ের খবরে অনেকেই তার সঞ্চয় প্রবৃত্তিকে সাধুবাদ জানিয়েছে। তাপস লেটের কথায় দীর্ঘদিন থেকেই তার ইচ্ছে ছিল জমানো কয়েন দিয়ে মোটরবাইক ক্রয় করার। তাই বছর দুয়েক ধরে বাড়িতে ১০ টাকার কয়েনগুলি জমাতে শুরু করেন তিনি। এভাবেই জমানো ৫০০০ কয়েন এবং বাকি নগদ টাকা দিয়ে সে মোটর বাইক কিনে তার স্বপ্ন পূরণ করেছে। ঝোলা ভর্তি করে ১০ টাকার কয়েন নিয়ে মোটর বাইক শো’রুমে হাজির হন তিনি গত ২৭ নভেম্বর। সঙ্গে ছিলেন তার এক ভাই। প্রথমেই ওই ব্যক্তির ঝোলা ভর্তি কয়েন দেখে অবাক হয়ে যান শোরুমের মালিক সহ অন্যান্য কর্মীরা। শোরুমের সেলস ম্যান পার্থ লেট জানান, তার ঝোলা ভর্তি কয়েন গুনতে দীর্ঘক্ষণ সময় লেগে যাবে সেই কারণেই প্রথমে তা নিতে অস্বীকার করলেও পরে সেগুলি কর্মীরা সবাই মিলে গুনে নেন। পরে লেনদেন, সমস্ত কাগজপত্রের প্রক্রিয়া শেষে ওই ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় নতুন গাড়ির চাবি। এদিকে নতুন গাড়ি পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত তাপস লেট ও তার পরিবার।

