
সেখ রিয়াজুদ্দিনঃ
ক্রেতা উপভোক্তা বিষয়ক বিভাগের বীরভূম আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে এবং সিউড়ি প্রগ্রেশিভ এন্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় সিউড়ি ১ নং ব্লকের অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত ও তিলপাড়া গ্রাম পঞ্চায়েত অফিসের সভাকক্ষে ৩০ নভেম্বর পৃথক পৃথক ভাবে উপভোক্তা বিষয়ক দুটি সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হয়। এদিনের শিবিরে মূলত উপভোক্তা বিষয়ক সমন্ধে সচেতনতা করা হয়। বলা হয় যে, কোনো কিছু পরিষেবা ও জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে অনেক উপভোক্তা ঠগে যান। যা হয়তো মুখ বুঝে অনেকে সহ্য করে নেয়। কেউবা আবার দোকানদারের সাথে ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েন। কিন্তু না এসমস্ত বিষয়গুলো দেখার জন্য সরকারি ভাবে ক্রেতা সুরক্ষা দপ্তর রয়েছে জেলা সদর সিউড়িতে। সেখানে গিয়ে ঠগে যাওয়া জিনিসপত্র বা দোকানদারের নাম ঠিকানা তথা বিস্তারিত বিবরণ সহ কেনাকাটার প্রমাণ পত্র নিয়ে আইনি সহায়তা পাওয়ার জন্য দরখাস্ত করতে পারেন। এছাড়াও দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সমস্ত কেনাকাটার ও অনলাইন কেনাকাটার জন্য আইনি সহায়তা পাওয়া যায় বলে বক্তব্যের মাধ্যমে আলোকপাত করেন। বক্তব্য রাখেন বীরভূম জেলা কনজিউমার ওয়েলফেয়ার অফিসার হীরক রায় ও অর্ঘ মন্ডল এবং সিউড়ি প্রগ্রেশিভ এন্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির সচিব মহম্মদ রফিক।অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সুবল চন্দ্র দত্ত, সমাজসেবী রঘুনাথ মন্ডল এবং তিলপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান বুদ্ধদেব মাহারা সহ স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও পঞ্চায়েত কর্মীবৃন্দ।