
দীপককুমার দাসঃ

সিউড়ির সতীঘাটা শ্মশান এলাকায় নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। দাহ করতে এসে রাতে মোবাইলের লাইট জ্বালাতে চ্ছিল। কেউ কেউ আবার নিজেরা লাইট এনে লাগিয়ে মৃতদেহ দাহ করছিলেন। সৎকাজে এই অসুবিধার কথা বহু মানুষ জানালেও কোনো সুরাহা হয়নি।৩ ডিসেম্বর, রবিবার সিউড়ি পৌরসভার কাউন্সিলর ইনচার্জ দেবদাস সাহার উদ্যোগে সতীঘাটা শ্মশানে দুটি ৫০ওয়াটের এল ই ডি লাইট লাগানো হলো। দেবদাস সাহা সিউড়ি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। শ্মশানযাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে সিউড়ি পৌরসভার নিজের এলাকা উন্নয়নের তহবিল থেকে সতীঘাটা শ্মশানে দুটি ৫০ওয়াটের এলইডি লাইট লাগানোর ব্যবস্থা করলেন। দেবদাস সাহা জানান, দিন পাঁচেক আগে শ্মশানে গিয়ে দেখি মোবাইলের লাইট জ্বলে কয়েকজন শব দাহ করছেন। রাতে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। শেষে শ্মশানযাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সহযোগিতায় নিজের এলাকা উন্নয়নের তহবিল থেকে সতীঘাটা শ্মশানে দুটি এল ই ডি লাইট লাগালাম। এতে দাহ করতে আসা মানুষদের সুবিধা হবে।