শম্ভুনাথ সেনঃ
বীরভূমের নলহাটি থানার পাইকপাড়া গ্রামের জয়দেব মালের মৃত্যুর পর ৯ ডিসেম্বর শবদেহ সৎকার করতে নিয়ে যাওয়া হয়েছিল মুর্শিদাবাদের জঙ্গীপুর শ্মশানঘাটে। সেখানে শবদাহ করে একটি পিকআপ ভ্যানে চড়ে ওমরপুর-মুরারই রাস্তা ধরে বীরভুমের বাড়ি ফিরছিলেন শ্মশানযাত্রীরা। সেই সময় রঘুনাথগঞ্জ থানার বারালা গ্রামের কাছে সামনের দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক্টরের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপ ভ্যানে থাকা ৩ জন শ্মশানযাত্রীর। মৃতদের নাম বিকি মাল, তার বাড়ি বীরভূমের নলহাটি থানার পাইকপাড়া, রাজা মাল তার বাড়ি বীরভূমের নলহাটি থানার কানাইপুর গ্রামে ও লক্ষণ মাল তার বাড়ি বর্ধমান জেলায়। এই ঘটনায় আহত হন আরো ২২ জন। দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা আহতদের উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ীদুটিকে আটক করে। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।