শম্ভুনাথ সেনঃ
বীরভূমের গ্রামে-গঞ্জে সারা অগ্রহায়ণ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে নবান্ন উৎসব। নতুন চালে প্রস্তুত পরমান্ন গ্রহণের স্বাদ পেতে বছর ভর অপেক্ষায় থাকেন গ্রামের মানুষজন। আতপ চালের গুঁড়ো জলে গোলা আলপনায় সেজে ওঠে ঘরের উঠোন চৌকাঠ। সেজে উঠে দেবস্থান,পূজা মন্ডপ। নতুন ধানের আতব চাল, চিঁড়ে,গুড়, দুধ, কলা, ফুল,ফল,আখ, আদা,মুলো দিয়ে কুলদেবতার উদ্দেশ্যে সাজানো হয় নৈবেদ্য। মাঠে মাঠে ধান পাকলেই পল্লীর কুঁড়েঘরে ইন্দ্রলক্ষ্মী, মুঠ আনা, চাউরি দেওয়া এমন কতসব পারিবারিক, সামাজিক উৎসবে মিলিত হয় গ্রামবাসীরা। গ্রামীণ সংহতি রক্ষায় একে লোকায়ত উৎসব। বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামে আজ ২৮ অগ্রহায়ণ মোদক সমাজের নবান্ন উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় “গণেশ জননী” পূজা। পুজোর পরম্পরা অনুসারে পরিবার পিছু একটি করে আলপনা আঁকা ঘট স্থাপন করা হয় গণেশ জননী মন্দিরে। চলে হোম-যজ্ঞ, পুজো-পাঠ, প্রসাদ বিতরণ। পুজো শেষে পুরোহিত নারায়ণ চক্রবর্তী উপস্থিত ভক্তদের মাথায় ছিটিয়ে দেন শান্তিবারি। উপস্থিত ছিলেন কানাইলাল দাঁ,তুলসীদাস দত্ত,বামাপদ রুজ, মানবেন্দ্র দত্ত,পার্থ দত্ত প্রমুখ মোদক সমিতির প্রবীন সদস্যরা। এই পুজো অন্ততঃ শতাধিক বছরের পুরোনো বলে জানান মোদক সম্প্রদায়ের এক সদস্য শুকদেব রুজ।