বীরভূমেও শুরু হল অষ্টম দফার দুয়ারে সরকার শিবির

শম্ভুনাথ সেনঃ

সারা রাজ্যের সাথে বীরভূমেও আজ ১৫ ডিসেম্বর থেকে অষ্টম দফার “দুয়ারে সরকার শিবির” শুরু হয়েছে। আবেদনপত্র গ্রহণ করা হবে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত। ১৮ টি দপ্তরের মোট ৩৬ টি পরিষেবার সুবিধা নেওয়ার জন্য আবেদন করা যাবে। জমা পরা আবেদনের ভিত্তিতে ৩১ শে জানুয়ারি পর্যন্ত সুবিধা প্রদান করা হবে।এইবার এই শিবির থেকে জাতিগত শংসাপত্র, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা,মেধাশ্রী,ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এবং বাংলা কৃষি সেচ যোজনার আওতায় থাকা ক্ষুদ্র সেচ প্রকল্পে আবেদন সহ মোট ৩৬ টি পরিষেবার সুবিধা পাওয়া যাবে বলে সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে। জমা পড়া আবেদনের ভিত্তিতে ৩১শে জানুয়ারি পর্যন্ত সুবিধা নেওয়ার দিন ধার্য হয়েছে। বীরভুমের ১৯টি ব্লক ও ৬টি পৌরসভা এলাকাতে শুরু হয়েছে এই অষ্টম দফার দুয়ারে সরকার প্রকল্প। উল্লেখ্য, দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় রঞ্জনবাজার মাঙ্গলিক অনুষ্ঠান ভবন ও রঞ্জনবাজার হিন্দী প্রাথমিক বিদ্যালয়ে ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সুবিধার্থে দুয়ারে সরকার শিবির শুরু হয়। এদিন এই শিবিরের উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। এবার দুয়ারে সরকারে শিবিরে রাজ্যে প্রায় ২ লক্ষ শিবিরের আয়োজন করা হয়েছে ।রাজ্য সরকারের তরফে এ তথ্য জানানো হয়েছে।  উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে এই প্রকল্প । গত তিন বছরে এখনও পর্যন্ত ৮ কোটি মানুষ দুয়ারে সরকারের শিবির থেকে পরিষেবা পেয়েছেন। এদিন পৌর প্রধান পীযূষ পাণ্ডে ছাড়াও উপস্থিত ছিলেন উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলী,১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বনমালী ঘোষ,২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বুল্টি চক্রবর্তী, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সনাতন পাল, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাগর কুণ্ডু, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মানিক মুখার্জি সহ পৌর কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *