শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে ৭২২ জন স্থায়ী শ্রমিকদের নিয়েই এখানে একটি কোঅপারেটিভ গঠিত হয়েছে। “বীরভূম বক্রেশ্বর তাপ বিদ্যুৎ এমপ্লয়িজ কো-অপারেটিভ স্টোরস লিমিটেড”। সেই সমবায়ের পরিচালন সমিতির আজ ২০ ডিসেম্বর ছিল নির্বাচনের দিন। কিন্তু গতকালই বিকেলে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এই কারণ দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ভোট বন্ধের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই মর্মে আজ জেলা সিটুর পক্ষ থেকে তাপ বিদ্যুতের গেটের সামনে সকাল থেকেই চলে বিক্ষোভ কর্মসূচী। সিটুর জেলা সহ-সভাপতি অরুন মিত্র জানিয়েছেন, মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে তৃণমূল সরকার। মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে তবুও ভোট করতে দেবেনা, মিটিং মিছিল করা যাবে না, ডেপুটেশন দেওয়া যাবে না। এই সরকারের আমলে শ্রমিকরা শোষিত হচ্ছে। এই পরিচালন সমিতির নির্বাচনে সিটুর শ্রমিকরা জয়লাভ করতো। সেই ভয়ে গতকাল থানার ওসিকে ব্যবহার করে এআরসিএস ও জিএম এর পরামর্শে এই নির্বাচন বাতিল করেছে বলে সিটুর পক্ষ থেকে আজ ধিক্কার জানানো হয়। দাবি উঠে অবিলম্বে ভোট করতে হবে।তাপবিদ্যুৎ গেটের সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হয় এই বাম শ্রমিক সংগঠন।