শম্ভুনাথ সেনঃ
দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। বীরভূমের দুবরাজপুর রেলওয়ে স্টেশনে রাঁচি-ভাগলপুর বনাঞ্চল এক্সপ্রেস ট্রেনটির আসা-যাওয়ার স্টপেজ দেওয়ার অনুমোদন দিয়েছে রেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, দুবরাজপুর পুরশহর ও দুবরাজপুর ব্লকের ২০-৩০ টি গ্রামের নিকটবর্তী রেলস্টেশন “দুবরাজপুর”। অবশেষে রাঁচি-ভাগলপুর বনাঞ্চল এক্সপ্রেস ট্রেনটির দুবরাজপুর স্টেশনের স্টপেজের অনুমোদন দিয়েছে রেল দপ্তর। এই মর্মে ভারত সরকারের রেলওয়ে মন্ত্রক ১৯ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তিতে দুবরাজপুরের স্টপেজ দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে কবে থেকে কার্যকর হবে তা এখনো জানা যায়নি। উল্লেখ্য, দুবরাজপুর এলাকার মানুষের জন্য বনাঞ্চল এক্সপ্রেসের স্টপেজের দাবী সহ অন্যান্য দাবিতে গত ৪ আগস্ট রেল কর্তৃপক্ষকে স্থানীয় দুবরাজপুর বিধায়ক অনুপকুমার সাহা আবেদন জানিয়েছিলেন। এছাড়া দুবরাজপুর নাগরিক সমিতি ও পুরকর্তৃপক্ষ বিভিন্ন সময়ে বিভিন্ন দাবিতে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন। অবশেষে এই ট্রেনের স্টপেজের সুখবরে এলাকার রেলযাত্রীরা স্বভাবতই খুশি।