শম্ভুনাথ সেনঃ
বীরভূমের রামপুরহাট মহকুমার একটি বিশাল অংশের মানুষ পাথর শিল্পের সঙ্গে যুক্ত। কিন্তু নানা কারণে গত ৯ ডিসেম্বর পাথর খাদান ও ভাঙার মেশিন অর্থাৎ ক্রাসার বন্ধ। সেই কারণে এলাকার বহু মানুষের রুটি-রুজিতে টান পড়েছে। অনেকেই এই পাথর লোডিং করার কাজেও যুক্ত আছেন। বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের রাজগ্রাম পাথর খাদান এলাকায় সিটু ইউনিয়ন সহ চারটি শ্রমিক সংগঠন আজ খাদান চালু করার দাবিতে স্থানীয় বিডিওকে ডেপুটেশন দেন। যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করা হবে বলে বিডিও সাহেব আশ্বাস দেন। সংগঠনের নেতৃত্ব সাংবাদিকদের একথা জানান।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম