শম্ভুনাথ সেনঃ
ফের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে। আর তারই জেরে বোমাবাজির অভিযোগ। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার পানিয়ারা গ্রামে। গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সাবের আলীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়েছে বলে বুথ সভাপতির বাবার অভিযোগ। গত পঞ্চায়েত ভোট থেকে এই দ্বন্দ মেটেনি। শাসক দলের বিরুদ্ধে দাঁড়িয়ে এখানে নির্দল প্রার্থী জয়লাভ করে। অভিযোগ সেই নির্দল প্রার্থীর গোষ্ঠী তৃণমূল কংগ্রেস বলে দাবী করছে এবং তারাই এই বোমাবাজি করেছে। ঘটনায় আতংকিত বীরভূমের মুরারই থানার পানিয়ারা গ্রামের বাসিন্দারা। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে এই গ্রামে 136 ও 137 নং বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রাথী দিয়েছিলো তৃণমূল কংগ্রেসের একটি বিক্ষুব্ধ গোষ্ঠী। শেষ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের দলীয় প্রার্থীকে হারিয়ে নির্দল জয়ী হয়। এরপর থেকেই গ্রামে উত্তেজনা। নির্দল প্রার্থীর অনুগামীরা তৃণমূলে ঢুকতে চাইলে এখনো তাদের দলে নেওয়া হয়নি বলে দাবি। যদিও এদিনের বোমাবাজির ঘটনায় তারা যুক্ত নয় বলে জানিয়েছেন। ঘটনার পর এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
ছবি ও ভিডিও: দিপু মিঞা, মুরারই, বীরভূম