সেখ রিয়াজুদ্দিনঃ
গত ২৯-৩০ ডিসেম্বর দুই দিন ব্যাপী রামপুরহাট মহকুমার তারাপুর সরস্বতী শিশু মন্দির চত্ত্বরে অনুষ্ঠিত হয় আইনবল এর ডেমোস্টেশন ক্যাম্প। আইন বলের প্রচারও প্রসারের জন্যই মূলত এই ক্যাম্পের ব্যবস্থা। বর্তমান প্রজন্মের ছেলে মেয়ে তথা পড়ুয়াদের মধ্যে মোবাইলের প্রতি আসক্তি দিন দিন বাড়ছে। সেটা থেকে যেমন অন্ততঃ অনেকটা সময় বিরত থাকবে পড়ুয়ারা।
পাশাপাশি পড়াশোনার সাথে সাথে শারীরিক ও মানসিক বিকাশেও যেন বৃদ্ধি হয় সেই জন্যই এই ব্যবস্থা বলে একান্ত সাক্ষাৎকারে জানান পশ্চিম বঙ্গ আইন বলের সভাপতি মৃণাল কান্তি থা। এছাড়াও উক্ত আইন বল ডেমোস্টেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের আইন বলের সম্পাদক বিজয় কৃষ্ণ সাও, সরস্বতী শিশু মন্দির এর প্রধান আচার্য কৃপাময় মন্ডল, আইনবলের বীরভূম জেলা সংগঠক প্রীতিময় চ্যাটার্জী প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।