১২ বছর পর বীরভূমের ময়ূরেশ্বর থেকে এক সশস্ত্র মাওবাদী গ্রেপ্তার

শম্ভুনাথ সেনঃ

১২ বছর ফেরার থাকার পরেও গতকাল ৩০ ডিসেম্বর বীরভূম থেকে গ্রেপ্তার করল এক সশস্ত্র “মাওবাদী”। এলাকায় চাঞ্চল্য। জেলা পুলিশ সুত্রে খবর, ধৃতের বিরুদ্ধে দেশদ্রোহিতা, এলাকায় সন্ত্রাস-সহ একাধিক অভিযোগ ছিল। ধৃতের নাম বাবন সূত্রধর (৪৮)। বাড়ি বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার বেলিয়া গ্রামের পুকুর পাড়ায়। গত ১২ বছর ধরে বাড়ি ছাড়া ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর পাশের জেলা মুর্শিদাবাদের নওদা থানাতেও অভিযুক্তের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ ছিল। পুলিশ দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজছিল। দিন কয়েক আগে ধৃত ঐ ব্যক্তি গ্রামের এক আত্মীয়ের বাড়িতে ফিরেছিলেন। ফেরার আগে থেকেই শাসকদলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। এদিকে বাবনের গ্রামে ফেরার খবর পেয়ে এদিন সকালে বাড়ি ঘিরে ফেলে রামপুরহাট পুলিশ। বিশাল বাহিনীর নেতৃত্বে ছিলেন রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্র। উল্লেখ্য, বাম আমলে বাবনের বোনকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। তার পরই বদলা নিতে প্রতিবাদী হয়ে ওঠে বাবন। এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এমনকী, পড়শি জেলা মুর্শিদাবাদের নওদা থানায় তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশ সুত্রে জানা গিয়েছে ৩০ ডিসেম্বর, শনিবার বাবনের বাড়ি ঘিরে অস্ত্র সহ বাবন সূত্রধরকে গ্রেপ্তার করা হয়। আজ ৩১ ডিসেম্বর ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *