শম্ভুনাথ সেনঃ
ভারতীয় সংগীতের এক বিস্ময় পুরুষ শিল্পী সলিল চৌধুরী। তাঁর প্রাক জন্মশতবর্ষে সারা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে “সলিল সমারোহ”। শিল্পীকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনে ভারতীয় গণনাট্যের উদ্যোগে বীরভূমের দুবরাজপুর ভিক্টর জারা শাখা ৪-৫ জানুয়ারী দু’দিনের নাট্যানুষ্ঠানের আয়োজন করে দুবরাজপুর নেপাল মজুমদার ভবনে।
আজ ৪ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় গণনাট্যের রাজ্য সম্পাদক দিব্যেন্দু চট্টোপাধ্যায়, বীরভূম জেলা কমিটির সম্পাদক তাপস দত্ত, দুবরাজপুর ভিক্টর জারা শাখার সম্পাদক উজ্জ্বল মিশ্র সহ দুবরাজপুরের বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিশ্বজিৎ দে, অবসরপ্রাপ্ত শিক্ষক লেখক সুনীল কর্মকার প্রমুখ। উল্লেখ্য, গত ২৫ মে গণনাট্য সংঘের প্রতিষ্ঠা দিবসে অংকন প্রতিযোগিতায় স্থানাধিকারী অঙ্কন শিল্পীদের হাতে এদিন প্রথমেই পুরস্কার তুলে দেওয়া হয়।
পরে ওই মঞ্চে অনুষ্ঠিত হয় উৎপল দত্তের রচিত নাটক “টিনের তলোয়ার”। বীরভূমের সদর সিউড়ির রুদ্রবীণা’র প্রযোজনায় এই নাটক পরিবেশন করেন। শিল্পীদের সফল অভিনয় সকলের নজর কাড়ে। এলাকার নাট্যপ্রেমী মানুষের ভিড়ে দর্শক আসন ছিল পরিপূর্ণ। আগামীকাল ৫ জানুয়ারী এই মঞ্চে দুবরাজপুর ভিক্টর জারা শাখার প্রযোজনায় নাটক অনুষ্ঠিত হবে স্থানীয় নাট্যকার তামস ওঝা রচিত “দাহ”। পরে কালজয়ী শিল্পী সলিল চৌধুরীর কথা ও সুরে নিবেদিত হবে সিউড়ি গণকণ্ঠের সঙ্গীতানুষ্ঠান।