রাজ্য ও কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন জেলা শাসকের দপ্তরের সামনে

সেখ রিয়াজুদ্দিনঃ

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের কঠোর শাস্তি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ। সারের কালোবাজারি বন্ধ। চাষীর ফসলের লাভজনক দাম। কর্মক্ষম সমস্ত বেকারদের জন্য কাজ। সর্বনাশা জাতীয় ও রাজ্য শিক্ষানীতি বাতিল। বিদ্যুতের স্মার্ট মিটার লাগানো বন্ধ সহ রাজ্য ও কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আজ বৃহস্পতিবার রাজ্যের অন্যান্য জেলার মতোই বীরভূমের সদর শহর সিউড়ী ও রামপুরহাট শহর জুড়ে বিক্ষোভ মিছিল পরিচালিত হয় এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে। দুটি শহরজুড়ে স্লোগান মুখরিত সুসজ্জিত মিছিল নানা পথ পরিক্রমা শেষে সিউড়িতে জেলা শাসক ও রামপুরহাটে মহকুমা শাসকের দপ্তরের সামনে দীর্ঘক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন এস‌ইউসিআই (কমিউনিস্টে ) বীরভূম জেলা কমিটির সম্পাদক মদন ঘটক সহ আয়েশা খাতুন, বিজয় দলুই, সুবর্ণ মাল, মানস সিংহ, ফরিদা ইয়াসমিন প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্যের মাধ্যমে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন দূর্নীতির বিরুদ্ধে গর্জে ওঠেন। রাজ্যে নানা সমস্যায় জর্জরিত জনগণের চরম দুর্দশার দিনে বিভিন্ন রাজনৈতিক দল যেখানে আগামী লোকসভা ভোটকে সামনে রেখে কে কোথায় কিভাবে ভোটে জিততে পারে তার ঘুঁটি সাজাতে ব্যস্ত, সেখানে এসইউসিআই(কমিউনিস্ট) পার্টি জনগণের বিভিন্ন দাবির সমর্থনে আন্দোলনের পথে অবতীর্ণ বলে সংগঠনের বক্তব্য। উল্লেখ্য, গত ২০২৩ সালের ৪ ডিসেম্বর উপরিউক্ত দাবির প্রেক্ষিতে বিধানসভা গেটে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপরে বর্বর ভাবে পুলিশ ঘুসি লাথি মেরে টেনে হিজরে গ্রেফতার করেছিল। এতদসত্ত্বেও সংগঠনের পক্ষ থেকে লাগাতার আন্দোলন চালানো হচ্ছে। সেই সাথে গণস্বাক্ষর সংগ্রহ করে রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে বলে দলীয় ভাবে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *