শম্ভুনাথ সেনঃ
ডিমের উৎপাদন বৃদ্ধি ও প্রাণী পালনের মধ্য দিয়ে গ্রামীণ মানুষজনদের স্বনির্ভর করার লক্ষ্যে নানা প্রকল্প হাতে নিয়েছে সরকার। বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ৫ জানুয়ারী উন্নত জাতের মুরগি ছানা বিতরণ করা হয়। ব্লকের মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের রতনপুর, কামদেবনালা, চন্দ্রপাড়া এমন সব গ্রামের ৪১০ জন উপভোক্তার হাতে দশটি করে উন্নত প্রজাতির মুরগির বাচ্চা দেওয়া হয়, তাদের মধ্যে বেশিরভাগই মহিলা উপভোক্তা। এ তথ্য জানিয়েছেন ব্লকের প্রাণীসম্পদ দপ্তরের আধিকারিক ডাঃ অচিন্ত্য মহান্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ সুমি খাতুন,বন ও ভূমি কর্মাধ্যক্ষ মিলি বিবি প্রমুখ।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম