শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বগটুই গ্রামের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু সেখ খুনের অন্যতম অভিযুক্ত কামরুল সেখ ওরফে ছোট লালনের মৃত্যু হল। ২ জানুয়ারী তার পরিবার সূত্রে এই মৃত্যুর খবর জানা যায়। উল্লেখ্য, ২০২২ সালের ২১ মার্চ রাত্রি ৮ টা নাগাদ বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ে বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদু সেখকে বোমা ও গুলি করে খুন করা হয়। সেই খুনের ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। তদন্তে ভাদু সেখ খুনে জড়িত থাকার অভিযোগে সিবিআই কামরুল সেখ ওরফে ছোট লালনকে গ্রেপ্তার করে। সেই সময় থেকে সে জেল হেফাজতে ছিল। জেল হেফাজতে থাকাকালীন তার এই দুর আরোগ্য ব্যাধি ক্যান্সার ধরা পড়ে। রোগের চিকিৎসা করানোর জন্য মাস দুয়েক আগে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। কলকাতার একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি ঘটায় ক’দিন আগেই তার পরিবার পরিজনেরা রামপুরহাটের বাড়িতে নিয়ে আসে ছোট লালনকে। এদিন সকালে তার পরিবার সূত্রে মৃত্যুর খবর জানা যায়। উল্লেখ্য, ভাদু সেখ খুনের মামলার পাশাপাশি ভাদু সেখের দাদা বাবর সেখ খুনেও অভিযুক্ত ছিল এই কামরুল সেখ ওরফে ছোট লালন।