সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম জেলার স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি বিভাগ ও রামপুরহাট মহাকুমা করনের যৌথ উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠী উৎপাদিত উৎকৃষ্ট গুণমানের বস্ত্র সম্ভার, হস্ত শিল্পজাত দ্রব্য, চর্মজাত সামগ্রী, কৃত্রিম অলঙ্কার এবং বিচিত্র প্রকার দ্রব্য সম্ভারের প্রদর্শন ও বিপণনের উদ্দেশ্যে রামপুরহাট পৌর ময়দানে পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দপ্তর আয়োজিত “বীরভূম জেলা সবলা মেলা ২০২৩ – ২৪” এর শুভ উদ্বোধন হয় ১১ জানুয়ারী, বৃহস্পতিবার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মেলা চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বলে জানা যায়। এদিন মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা। এছাড়াও ছিলেন রামপুরহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার ড: আশিস ব্যানার্জি, জেলা শাসক বিধান রায় সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
জেলা শাসক বিধান রায় তাঁর বক্তব্যের মাধ্যমে এক পরিসংখ্যান তুলে ধরে বলেন গত ২০১১ সালের জনগণনা অনুযায়ী দেখা যায় প্রতি এক হাজার জন পুরুষ পিছু মহিলার সংখ্যা ছিল ৯৫৬ জন। কিন্তু সম্প্রতি ২০২৩-২৪ এ বিশেষ রিপোর্টে দেখা গেছে এক হাজার পুরুষ পিছু মহিলার সংখ্যা ৯৮৭ জন। মানুষের যেমন দুটি পা। তেমনি সমাজের দুটি অংশ, একটি পুরুষ এবং অপরটি হচ্ছে নারী। দুটি পা সমানভাবে শক্তিশালী হলে সামনের দিকে এগোতে পারি, হাঁটতে পারি, ছুটতে পারি, অগ্রসর হতে পারি। তেমনি আমাদের সমাজের যদি দুটি অংশ শক্তিশালী হয় তাহলে সমাজের অর্থনীতি মজবুত হবে, সমাজ মজবুত হবে, আরো যে উন্নয়ন বিকাশের কথা বলি, সেটা আরও সুন্দরভাবে বিকশিত হবে। নারী স্বশক্তি করনের জন্যই মূলত এই সবলা মেলা। উল্লেখ্য গত ২০২১-২২ সালে রামপুরহাটে অনুষ্ঠিত সবলা মেলায় ১৪ লক্ষ ৭৩ হাজার ৪০০ টাকার বেচাকেনা হয়েছিল। ২০২২ ২৩ সালে সিউড়িতে অনুষ্ঠিত সবলা মেলায় ১৯ লক্ষ ৩২ হাজার ৭০৮ টাকার বেচাকেনা হয়েছিল। এবছর সেটা রেকর্ড ছাপিয়ে যাবে আশা করি।