সেখ রিয়াজুদ্দিনঃ
নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্যোগে বোলপুর, নানুর সহ জেলার বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবকদের নিয়ে বোলপুরে এক দিনের একটি প্রশিক্ষন শিবির আয়োজিত হয় সোমবার। বিভিন্ন স্থানে বা কর্মক্ষেত্রে শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হলে তাদের কি করণীয়? শ্রমিকরা কর্মক্ষেত্রে যদি কোনো অবিচার বা অত্যাচারের শিকার হন সেক্ষেত্রে তাদের জন্য সরকারি আইনি পরিষেবা বলতে কি রয়েছে? সেগুলো কিভাবে, কোথায়, কাদের মাধ্যমে তারা ন্যায় বিচার পেতে পারেন বা আইনী সহায়তা পাবেন সেসব বিষয়েই মূলত আলোকপাত করা হয় এদিনের শিবিরে। তাছাড়াও পরিযায়ী শ্রমিক হিসেবে তাদের নাম নথিভুক্ত করবে কোথায় এবং কিভাবে? কোনও ঘটনার সম্মুখীন হলে তখন থানায় কি ভাবে অভিযোগ করতে হবে, সে সব বিষয়ের উপরেও আলোচনা হয়। এদিনের শিবিরে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির পার্শ্ব আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ, সমাজকর্মী ইয়াসমীন খাতুন, সুমনা মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানের আয়োজক সংগঠনের তরফে হেমন্ত প্রধান বলেন, আমরা শ্রমিকদের স্বার্থে, শ্রমিক অধিকার রক্ষার উপর কাজ করছি। আজকে জেলার বিভিন্ন প্রান্তের স্বেচ্ছাসেবকদের একত্রিত করে তাদের প্রশিক্ষন দেওয়া হয়। শ্রমিকদের আইনী অধিকার সংক্রান্ত বিষয়গুলো জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এরূপ প্রশিক্ষণের আয়োজন বলে জানা যায় আয়োজকদের পক্ষ থেকে।