
শম্ভুনাথ সেনঃ

দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীরা যাতে আগামী দিনে ইউপিএসসি পরীক্ষায় কৃতকার্য হতে পারে সেই জন্য বীরভূমের মুরারইতে এক কর্মশালার আয়োজন করা হয়। অন্তত ৩০০ জন পড়ুয়া এদিন স্ক্রিনিং টেস্ট কর্মশালায় অংশগ্রহণ করে, এ তথ্য জানিয়েছেন মুরারই এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারী। তাদের মধ্য থেকে কোয়ালিফায়িং ছাত্র ছাত্রীদেরকে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর আর্থিক সহায়তায় বিনামূল্যে কোচিং দেওয়া হবে। তবে অগ্রাধিকার পাবে সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরা। বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৫ জানুয়ারী মুরারই কবি নজরুল কলেজে এই কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বিশ্বজিৎ মোদক, বসিরহাটের মহকুমা শাসক, মুরারই কলেজের অধ্যক্ষ ও জেলা সংখ্যালঘু বিষয়ক দপ্তরের আধিকারিকরা।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম