অবৈধ নির্মাণের খবর পেয়ে সরেজমিনে তদন্ত: বীরভূমের কোপাই নদীর পাড়ে নির্মাণ কাজ বন্ধ করলো জেলা প্রশাসন

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের বোলপুর সংলগ্ন কোপাই নদী পাড় দখল করে বেআইনি নির্মাণ বন্ধ করে দিল বীরভূম জেলা শাসক৷ এদিন ঘটনাস্থল স্বরে জমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা। জানা গেছে সরকারের কোন দপ্তরের অনুমতি ছাড়াই কোপাই নদীবক্ষ দখল করে বৃহৎ নির্মাণ চলছিল৷ সংবাদ মাধ্যমের লাগাতার খবরের জেরে আজ ১৬ জানুয়ারী কোপাই নদীর তীর পরিদর্শনে আসেন বীরভূম জেলা শাসক বিধান রায়, অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও ভূমি সংস্কার) অসীম পাল, বোলপুর মহকুমা শাসক অয়ননাথ, বোলপুর ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সঞ্জয় দাস, সেচ বিভাগের আধিকারিক শিবনাথ গঙ্গোপাধ্যায় প্রমুখ। এমনকি, নদীর তীর সহ বেআইনি নির্মাণ স্থান মাপজোক করে দেখা হয়৷ পরে এই কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন জেলা শাসক। পাশাপাশি, কোপাই নদীর পাড় যাতে বেদখল না হয়, বেআইনি নির্মাণ না হয় তা দেখার জন্য অন্যান্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ, ২০১৩ সালে শিল্পী যোগেন চৌধুরী খোয়াই বাঁচাতে একটি মামলা করেছিলেন৷ সেই মামলায় সুপ্রিমকোর্ট ১১ টি মৌজায় নির্মাণে স্থগিতাদেশ দিয়েছিল৷ তারমধ্যে মধুসূদনপুর মৌজা পড়ছে, সেই মৌজার অন্তর্গত জায়গাতেই কোপাই দখল করে বেআইনি নির্মাণ হচ্ছিল৷ সুপ্রিমকোর্টের নির্দেশকে হাতিয়ার করেই জেলাশাসক এই নির্মাণ বন্ধ করে দেন। আজ সাংবাদিকদের মুখোমুখি বীরভূম জেলা শাসক বিধান রায় বলেন, “আমরা ঘুরে দেখলাম৷ নদীর গতিপথ বদল হয়েছে। তবে এখানে যে নির্মাণ হচ্ছে তার কোন অনুমতি নেই৷ তাই নির্মাণ বন্ধ করে দেওয়া হল৷ পরবর্তীতে যারা এই কাজ করছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *