শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী মকর সংক্রান্তি মেলা সরকারিভাবে শেষ হয়েছে ১৭ জানুয়ারী। কিন্তু তারপরেও বেশ ক’দিন চলে ভাঙা মেলা। তবে এবার ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ বেশ কদিন ধরেই মেঘলা। কনকনে ঠান্ডায় মেলা দর্শনার্থীরাও জবুথবু। বীরভূমের বেশ অনেক জায়গায় বৃষ্টিও হয়েছে। কাল থেকে ভাঙ্গা মেলা শুরু হলেও অন্যবারের তুলনায় মেলা যাত্রীর সংখ্যা অনেকটাই কম। বিশেষকরে শৈত্য প্রবাহ এবং বৃষ্টির জন্য ভাঙা মেলায় যাত্রীরা পৌঁছাতে পারেনি। মেলার অস্থায়ী স্টল ও স্থায়ী ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। অত্যধিক শীত এবং অসময়ে বৃষ্টিপাতের জন্য ব্যবসায়ীদের বেচাকেনা একদমই নাই বললেই চলে। এমনটাই জানিয়েছেন বিক্রেতারা। তাছাড়া বৃষ্টির জন্য মেলার রাস্তাঘাটও কাদায় পরিণত হয়ে গেছে। কিছু কিছু জায়গায় জমে আছে জল। এতে করে মেলা যাত্রী ও দোকানদারদের দোকানের সামনে মাল কেনাবেচা করতে বেশ অসুবিধা হচ্ছে। গত ৪ দিন ধরে জয়দেব কেন্দুলি মেলার প্রশাসনিক ব্যবস্থায় বিদ্যুৎ, পানীয় জল সরবরাহ ঠিকঠাক থাকলেও আজ থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। মেলা কমিটির পক্ষ থেকে যে কয়েকটা দিন বিদ্যুৎ দেওয়ার কথা ছিল সেটা সঠিকভাবে দেওয়া হয়। আজ সকাল সাতটা নাগাদ বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কারণে মেলা বেশ থমথমে। দোকানদারদের দাবি আরো ২-৩ দিন যদি বিদ্যুৎ সরবরাহ চালু থাকে তাহলে বেচাকেনা করতে কিছুটা সুবিধা হত। ভাঙা মেলায় সাধারণ মানুষের ভিড় খুব বেশি না থাকলেও কলাপট্টী ও সাংসারিক ব্যবহার্য দোকানে ভিড় করছেন সাধারণ মানুষজন।