সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সংগীত সন্ধ্যার আসর বীরভূমের দুবরাজপুরে

শম্ভুনাথ সেনঃ

বেহালা নৃত্যাঞ্জলী মিউজিক এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, বক্রেশ্বর প্রকৃতি জনজাগরণ ট্রাস্ট ও বীরভূম টেগর ফাউন্ডেশনের উদ্যোগে, দুবরাজপুর রেওয়াজ ভবন ও কলকাতা সুর ও বাহারের সহযোগিতায় সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। ২০-২১ জানুয়ারী রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য, লোকনৃত্য সহ অংকন প্রতিযোগিতা আয়োজিত হয় দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। ২১ জানুয়ারীর সন্ধ্যায় দুবরাজপুর মাদৃক সংঘ সাংস্কৃতিক ময়দানে স্থানাধিকারী প্রতিযোগীদের পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। এদিন নিমাই ওঝা সাংস্কৃতিক মঞ্চে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এই অনুষ্ঠানে গৌরবময় অতিথি রূপে উপস্থিত ছিলেন দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পান্ডে, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, কাউন্সিলর বনমালী ঘোষ প্রমুখ। দুবরাজপুর শ্রীমা সংগীত মহাবিদ্যালয় এর ছাত্র-ছাত্রীরা শিক্ষিকা গোপা রায়ের সহযোগিতায় কোরাস কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তবলায় সহযোগিতা করেন রেওয়াজ ভবনের শিক্ষক ফটিক কবিরাজ। এদিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী সোমনাথ রায় দক্ষিণ ভারতীয় বাদ্যযন্ত্র “ঘটমবাদ্য” পরিবেশন করেন। তবলায় সহযোগিতা করেন আরেক আন্তর্জাতিক শিল্পী দেবাশীষ সিংহ রায়। হারমোনিয়ামে ছিলেন বিখ্যাত হারমোনিয়াম বাদক শঙ্কর গায়েন। অন্যদিকে ঢাক বাদ্যযন্ত্রে সানু দাস ও খোল পরিবেশন করেন শিল্পী সৌরভ কর্মকার। পুরাতনী গানের ডালি নিয়ে উপস্থিত ছিলেন কলকাতার স্বনামধন্য শিল্পী জয়দেব বিশ্বাস। এ তথ্য জানিয়েছেন উদ্যোক্তাদের অন্যতম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা শিল্পী রবিশঙ্কর ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *