ইউপিএসসি (আইএসএস) পরীক্ষায় উত্তীর্ণ বীরভূমের দেবদূত সাহা

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মহাম্মদবাজার ব্লকের বিষ্ণুপুর গ্রামের এক নিম্নবিত্ত পরিবারের মেধাবী ছাত্র দেবদূত সাহা ইউপিএসসি-আই এস এস (ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজর কেড়েছে জেলাবাসীর। সর্বভারতীয় এই পরীক্ষায় উত্তীর্ণ ৩৩ জনের মধ্যে ৩০ নম্বরে নাম রয়েছে দেবদূতের। গত ২৪ জানুয়ারী এমন খবর পৌঁছাতে উচ্ছ্বসিত হয় দেবদূতের পরিবার সহ এলাকার মানুষ। গত ২৭ জানুয়ারি জেলা বিজেপির পক্ষ থেকে দেবদূতকে ফুল মিষ্টি শাল দিয়ে তার বাড়িতে গিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, দেবদূত সাহা বীরভূম জেলা স্কুলের এক প্রাক্তন ছাত্র। পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিসটিকস নিয়ে পড়াশোনা করেছেন। এরপর মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে ডাক বিভাগে চাকরি পেয়ে সারেন্ডা পোস্ট অফিসে ২০২০ সালের জুলাই মাসে পোষ্টমাষ্টার পদে যোগদান করেন। ডাক বিভাগের চাকরি বজায় রেখে ইউ পি এস সি পরীক্ষার প্রস্তুতি নিয়ে দেবদূতের এই সফলতা। তার সাফল্যে অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *