শম্ভুনাথ সেনঃ
টানটান উৎসাহ আর উদ্দীপনায় বীরভূমের দুবরাজপুর ব্লকের শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ২৭ জানুয়ারী দুবরাজপুর সারদা ফুটবল ময়দানে। মশাল দৌড় এবং ছাত্রীদের ব্যান্ড বাজিয়ে মাঠ পরিক্রমা কর পর ক্রীড়া পতাকা উত্তোলন করেন সারদেশ্বরী বিদ্যামন্দিরের স্থায়ী সভাপতি তথা অবসরপ্রাপ্ত শিক্ষক চন্ডীদাস দত্ত। উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের স্বামী সদাত্মানন্দ মহারাজ সেই সঙ্গে বিদ্যামন্দিরের শিক্ষিকা ও ছাত্রীরা। এদিন লং জাম্প, হাই জাম্প, ১০০ মিটার ২০০ মিটার দৌড় এমন ১৪ টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেয়। স্থানাধিকারীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা মিনি সাহা।