সেখ রিয়াজুদ্দিনঃ
বাল্যবিধবা বন্ধ করার লক্ষ্যে অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী ও স্থানীয় বিদ্যালয়ের সাহায্যে সচেতনতা শিবিরের আয়োজন করে বীরভূমের তারাপুর সোস্যাল ডেভেলমেন্ট সোসাইটি। মঙ্গলবার বোলপুরের পাঁচশোয়া, ধান্যসাড়া এলাকার একাধিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই সচেতনতা শিবিরের অনুষ্ঠিত করা হয়। সংগঠনের তরফে দেবাশীষ বেরা বলেন, কৈলাশ চিলড্রেন ফাইন্ডেশনের তরফে তারা সমগ্র ভারত বর্ষ জুড়ে পুরোপুরি যাতে বাল্য বিবাহ বন্ধ করা যায় তার কাজ চলছে। তারই অঙ্গ হিসেবে বীরভূমের একাধিক জায়গায় শহর থেকে গ্রাম সব স্তরেই বাল্য বিবাহের কুফল, শিশুকন্যা পাচার বন্ধ করা সহ শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন তারা। সেরূপ কর্মসূচি হিসেবে এদিন বিদ্যালয়ের শতাধিক ছাত্র- ছাত্রীদের মধ্যে সচেতনতা করা হয়।