দীর্ঘ টানাপোড়েনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বীরভূমের সিউড়ী জেলা আদালতে জয় পেলেন

শম্ভুনাথ সেনঃ

১৩ ডেসিমেল জমি সংক্রান্ত মামলায় বিশ্বভারতীর দাবি খারজি করে দিল বীরভূম জেলা আদালত। আদালত জানিয়েছে, গোটা বিষয়টা পরিকল্পনা মাফিক অমর্ত্য সেনকে হেনস্তা করার চেষ্টা। উল্লেখ্য, বিশ্বভারতী ও অমর্ত্য সেনের জমিজট নিয়ে সমস্যা দীর্ঘদিনের। বিশ্বভারতীর দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের ১৩ ডেসিমেল জমি অমর্ত্য সেন দখল করে রেখেছেন। তা নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। রাজ্যের মুখ্যমন্ত্রী অমর্ত্য সেনের বাড়িতে এসে কথা বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন পাশে থাকার। এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি না করলে, তাঁকে উচ্ছেদ করা হবে জানিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে নোটিসও দেওয়া হয়। এর বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হন অমর্ত্য সেনের আইনজীবীরা। সেই মামলায় জয় পেলেন অমর্ত্য সেন। এদিন নোবেলজয়ীর আইনজীবী জানান, আদালত বিশ্বভারতীর দাবি খারিজ করেছে। গোটা ঘটনাটি পরিকল্পনামাফিক, পক্ষপাতিত্বমূলক বলে জানিয়েছে আদালত। এমন সংবাদে অমর্ত্য সেন অনুরাগী মানুষজনেরা, ছাত্র অধ্যাপক সকলেই খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *