বীরভূমের পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মতিথি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে আজ ২ ফেব্রুয়ারি যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মতিথি উৎসব নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। সকালে ব্রততীর্থ ইনস্টিটিউশনের কচিকাঁচাদের নিয়ে প্রভাতফেরি, দুপুরে অনুষ্ঠিত হয় ধর্ম আলোচনা সভা। পৌরহিত্য করেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সঙঘপতি স্বামী গৌরানন্দ মহারাজ।

স্বামীজিকে আজও কেন প্রয়োজন এই বিষয়ে আলোচনায় বক্তব্য রাখেন শিক্ষক সোমনাথ মুখোপাধ্যায়, অধ্যাপক ড. রবিন ঘোষ। অনুষ্ঠানে দিনটি উদযাপনের তাৎপর্য এবং এই পণ্ডিতপুর আশ্রমের আগামী পথচলার পরিকল্পনার কথা তুলে ধরেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। এদিন শুরুতেই পণ্ডিতপুর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা স্বামী শক্ত্যানন্দ মহারাজ এবং আশ্রমের ভূমিদাতা স্বর্গীয় সাধক সরজুপ্রসাদ গুপ্তের স্মৃতিচারণা করেন স্বামী সত্যশিবানন্দজী।

উপস্থিত ছিলেন পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সারদাত্মানন্দ মহারাজ, ব্রহ্মচারী অমৃত চৈতন্য, বিশিষ্ট সমাজসেবী শৈলেন মাহাতা সহ বহু জ্ঞানীগুণী ব্যক্তিত্ব। এদিন ১০০ জন দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। দুপুরে হাজার হাজার ভক্ত খিঁচুড়ি প্রসাদ গ্রহণ করেন। কথায়, কবিতায়, সঙ্গীতে সারাদিন আশ্রম প্রাঙ্গণ ছিল উৎসব মুখর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *