সারা রাজ্যের সাথে আজ ২ ফেব্রুয়ারী থেকে বীরভূমে শুরু হল মাধ্যমিক পরীক্ষা-২০২৪

শম্ভুনাথ সেনঃ

এ বছরের মাধ্যমিক পরীক্ষা আজ ২ ফেব্রুয়ারী শুক্রবার থেকে সারা রাজ্যে শুরু হল। সারা রাজ্যে পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষের কিছু বেশি। এবছর অবশ্য পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে। সকাল ১০ টায় শুরু, চলে ১ টা পর্যন্ত। প্রশ্নপত্র বিতরণ শুরু হয় ৯:৪৫ মিনিটে। ৮:৩০ টা থেকে পরীক্ষার্থীরা প্রবেশ করে পরীক্ষা হলে। পরীক্ষা ঘিরে সকাল থেকেই বীরভূম জেলায় তৎপর প্রশাসন। আজ ভোর থেকে অত্যধিক কুয়াশার জেরে চরম অসুবিধা সম্মুখীন হয় পরীক্ষার্থীরা। ভোর থেকেই সরকারি পরিবহণ চালু করে দেওয়া হয়। সিউড়ি হাটজনবাজার সরকারী বাস ডিপো সূত্রে খবর আজ দুটি বাস বাড়তি দেওয়া হয়েছে। ছাত্ররা হাত দেখালেই বাস দাঁড়িয়ে যাবে। পরীক্ষার্থীরা যাতে কোনও অসুবিধায় না পড়ে তারজন্য জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। সিউড়ি কন্ট্রোল রুমের নাম্বার হল ০৩৪৬২-২৫৫৫২৩, ৮০০১৪৯৩০০০, বোলপুর-৮০০১৪৯৫০০০, রামপুরহাট-৭৭১৮৭৯১৯৬০। উল্লেখ্য, বীরভূমে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৭৭৩২ জন। ছাত্র-২২৫৯১ জন, ছাত্রী-২৫১৪১ জন। এবারও ছাত্র অপেক্ষা ছাত্রীর সংখ্যায় বেশি। জেলায় মোট ১২৭টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে ছিল নজর কারা ভিড়। বীরভূমের জেলা সদর সিউড়ি নেতাজী বিদ্যাভবন হাইস্কুলের ছবি ধরা পড়েছে নয়াপ্রজন্মের ওয়েবসাইটের পাতায়। বেশ অনেক পরীক্ষার্থীর দূরবর্তী কেন্দ্রে পরীক্ষা কেন্দ্র পড়ার জন্য তাদের বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়েছে বলে বেশ কিছু পরীক্ষার্থীরা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *