উত্তম মণ্ডলঃ
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে ১০ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শুরু হয়েছে ফাইলেরিয়া দূরীকরণ অভিযান। এই প্রকল্পের অংশ হিসেবে আজ প্রথম দিন এই ফাইলেরিয়া দূরীকরণ অভিযান শুরু হলো রাজনগর ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে। আজ বাঁন্দি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, বাঁন্দি প্রাথমিক বিদ্যালয়, কাষ্ঠগড়া প্রাথমিক বিদ্যালয়, বড়শাল প্রাথমিক বিদ্যালয়, ইদগাছা অঙ্গনওয়াড়ি সেন্টার, শঙ্করপুর ডাঙ্গালপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার ও শঙ্করপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ফাইলেরিয়া প্রতিষেধক ট্যাবলেট, সঙ্গে ক্রিমিনাশক ট্যাবলেট সেবন করানো হয়। হাজির ছিলেন স্বাস্থ্যকর্মী নমিতা গঁরাই ও সন্তোষী মণ্ডল। তাঁরা নিজেরা ছেলেমেয়েদের এই ওষুধ সেবন করান। ছেলেমেয়েরাও স্বেচ্ছায় এগিয়ে আসে। এ বিষয়ে বাঁন্দি উপ-স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক নমিতা গঁরাই জানান, সরকারি ঘোষণা মতো দেশ থেকে ফাইলেরিয়া দূর করতে আমাদের এই অভিযান শুরু হয়েছে আজ ১০ ফেব্রুয়ারি থেকে। চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সাড়া পাচ্ছি ভালোই। এভাবেই আমরা ফাইলেরিয়াকে রুখে দিতে পারবো।