শম্ভুনাথ সেনঃ
প্রতিবছর নানা ধরনের থিমের প্রতিমা নির্মাণ করে নজর কাড়ে বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের অজয়পুর হাইস্কুল। এবারও এই বিদ্যালয়ের সরস্বতী পূজোয় থিম ভাবনা “বন্যপ্রাণ সংরক্ষণ”। ২৫ তম বর্ষে এবার বিদ্যালয়ের সরস্বতী পুজোয় বন্যপ্রাণ সংরক্ষণে নানা শিল্প কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। উল্লেখ্য, প্রাচীন ভারতীয় সভ্যতায় বন্যপ্রাণ সংরক্ষণের নিদর্শন পাওয়া যায় শিল্পে, সাহিত্যে, স্থাপত্যে। বিভিন্ন দেব দেবীর সঙ্গে পূজিত হয় অসংখ্য বন্যপ্রাণী। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশে বন্যপ্রাণের গুরুত্ব ছড়িয়ে দেবার লক্ষ্যে এই থিম বলে জানিয়েছেন বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক দীনবন্ধু বিশ্বাস। প্রতিবারের মতো এবারেও মূর্তি নির্মাণ করেছেন তিনি নিজেই। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিদ্যালয়ের ইমরান ইকবাল,শঙ্খজিৎ সাহা,অজয় ধীবর, বাসুদেব বাগ্দী,সায়ন চক্রবর্তী এমন দশম ও একাদশ শ্রেণির ছাত্ররা। মণ্ডপ সজ্জায় শ্রম ও সময় দিয়েছেন শিক্ষক সমুদ্র সেনগুপ্ত,তাপস চট্টরাজ। সঙ্গে হাত লাগিয়েছে বিদ্যালয়ের একাদশ শ্রেণীর রেশমা খাতুন, সুমাইয়া খাতুন, সোনিয়া খাতুনও অন্যান্য ছাত্রীরা। থিম ও মূর্তি নির্মাণে সময় লেগেছে প্রায় মাস তিনেক।রবিবার ও অন্যান্য ছুটির দিনে শিক্ষার্থীদের নিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ ও প্রতিমা। সরস্বতী পুজো আর হাতে মাত্র দুদিন।এরই মধ্যে সেজে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গন। পুজোর আনন্দে নিজেকে বিলিয়ে দিতে ও মিলিয়ে নিতে সময় গুনছেন এখন ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক সকলেই।