সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায়ের জন্ম দিবস উপলক্ষ্যে নাট্য উৎসবের আয়োজন

সেখ রিয়াজুদ্দিনঃ

ফাল্গুনী পল্লী দুর্গোৎসব কমিটির উদ্যোগে খয়রাশোল ব্লকের নাকড়াকোন্দা গ্রামে দুদিন ব্যাপী নাট্য উৎসব ২০২৪ এর আয়োজন করা হয়। ১৯০৪ খ্রিস্টাব্দের ৭ মার্চ এই গ্রামেই জন্মেছিলেন প্রখ্যাত সাহিত্যিক, ঔপন্যাসিক ফাল্গুনী মুখোপাধ্যায়। তাঁর জন্মদিন উপলক্ষ্যে ফাল্গুনী পল্লী দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারেও দিনটি যথাযথভাবে পালন করেন। পাশাপাশি রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়। এছাড়াও ফাল্গুনী মুখোপাধ্যায়ের জন্ম দিনকে উপলক্ষ করে নাট্যোৎসবের আয়োজন করা হয়। ৯ মার্চ সন্ধ্যার সময় নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে দুটি নাটক মঞ্চস্থ হয়। সম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং সমাজ সচেতনতার লক্ষ্যে এই অনুষ্ঠান। উল্লেখ্য নাকড়াকোন্দা গ্রামবাসীদের মিলিত প্রয়াশে একদা চেতনা নামক নাট্যগোষ্ঠী পরিচালনা করলেও কালের আবহে লুপ্ত। সেটাকে নতুনভাবে জাগ্রত করার পরিকল্পনা নেওয়া হয়েছে উদ্যোক্তাদের মধ্যে। নাট্য উৎসবে দুই দিনে মোট চারটি নাট্য দল অংশ নেয়। বর্তমান প্রজন্মের কাছে সুস্থ সুন্দর সমাজ গঠন এবং সাংস্কৃতিক মনোভাবাপন্ন করে তোলার লক্ষ্যে এরূপ আয়োজন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন শ্রীমন্ত মুখার্জী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *