দীপককুমার দাসঃ
সিউড়ির সিধু কানহু মঞ্চে ১০ মার্চ রবিবার বিকেলে সিউড়ি বাগানবাসী নামে একটি গাছপ্রেমী সংগঠনের উদ্যোগে আয়োজিত গ্রুপ মিটে হাজির হয়েছিলেন বাগানপ্রেমী মানুষেরা। সেখানে সম্বর্ধনা দেওয়া হয় পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত লোকগানের শিল্পী রতন কাহারকে। ছোট একটি অনুষ্ঠানের পর গাছের পরিচর্যা বিষয়ে আলোকপাত করেন শুভঙ্কর শিকদার ও অন্যান্যরা। এরপর বাগানপ্রেমী মানুষজন নিজেদের মধ্যে গাছের চারা আদান প্রদান করেন। এবারের এই গ্রুপ মিটটি ছিল সিউড়ি বাগানবাসী গ্রুপের ষষ্ঠ গ্রুপ মিট। এই গাছপ্রেমী সংগঠনের বর্তমানে সদস্য প্রায় ৪২০০। প্রকৃতিকে সবুজ করার লক্ষ্যে এই গ্রুপের সূচনা থেকেই কাজ করে চলেছে এই গ্রুপের সদস্যরা। এই গ্রুপের এডমিন রীমা তালুকদার জানান, আজ পদ্মশ্রী রতন কাহারকে সম্বধর্না দেওয়ার পাশাপাশি গাছ আদান প্রদান করা হলো। এই গাছ আদান প্রদানের মাধ্যমে সবার বাড়ী, সবার উঠোন যেন সবুজ হয়ে ওঠে, এটাই প্রধান লক্ষ্য। সবুজ ছড়িয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। প্রত্যেকেই নিজেদের তৈরি গাছ অন্যকে তুলে দিয়ে প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিন এই গ্রুপ মিটকে ঘিরে গাছপ্রেমীদের উৎসাহ, উদ্দীপনা ছিল যথেষ্ট। যারা এখানে এসেছিলেন তারাও যেমন গাছের চারা অন্যকে দিয়েছেন, তেমনি অন্যদের কাছ থেকেও পেয়েছেন সবুজ উপহার। আর এতেই খুশি বাগানপ্রেমীরা।