দীপককুমার দাসঃ
আর্ত মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। রোগীকে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে পরিবারের সদস্যরা রোগীকে যত্ন করবেন এইসব শেখাচ্ছেন লিভার ফাউন্ডেশনের অরণ পরশ শাখার সদস্যরা। হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার (অরুণ পরশ) লিভার ফাউন্ডেশান পশ্চিমবঙ্গের একটি কর্মসূচী। আর এই কর্মসূচির অঙ্গ হিসেবে অরণ পরশের সদস্যরা পৌঁছে যান পুরন্দরপুরের অদুরে পার্বতীপুরের গৌরহরি বাগ্দীর বাড়িতে। মাস ছয়েক আগে গৌরহরি বাগ্দী বাথরুমে যেতে গিয়ে পড়ে জ্ঞান হারান। চিকিৎসকরা জানান এই ষ্টোকের ফলে একদিক প্যারালাইসড্ হয়ে যায়। এরপর থেকে বাড়িতেই শয্যাশায়ী রয়েছেন গৌরহরি বাগ্দী। খবর পেয়ে আজ সিউড়ি ২নম্বর ব্লকের পার্বতীপুর গ্রামে সেই শয্যাশায়ী রুগীর বাড়ীতে পৌঁছে যান লিভার ফাউন্ডেশান এর প্রশিক্ষণপ্রাপ্ত দল এবং চিকিৎসক। রুগীর চিকিৎসা করেন, রোগীকে কিভাবে পরিচর্যা করতে হবে সেই বিষয়ে পরিবারের সদস্যদের জানান। এদিন অরণ পরশের টিমে ছিলেন সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ কাজল চ্যাটার্জী, প্যালিয়েটিভ কেয়ার ক্ষেত্রের দিকপাল এবং বিশিষ্ট নার্স ইংল্যান্ড থেকে আসা জিলি বার্ন এবং লিভার ফাউন্ডেশান পশ্চিমবঙ্গের সম্পাদক ডা পার্থ সারথী মুখার্জী।জিলি বার্ণ জানান, তিনি দীর্ঘদিন প্যালিয়েটিভ কেয়ারের সঙ্গে যুক্ত আছেন। তিনি কাজ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে। আর্ত মানুষদের পাশে থাকার জন্য তিনি আজ পার্বতীপুরে গৌরহরি বাগ্দীর বাড়িতে এসেছেন। ডাঃ কাজল চ্যাটার্জী জানান, পার্বতীপুরের গৌরহরি বাগ্দীর ব্রেণ ষ্ট্রোক হয় ছয় মাস আগে। আজ লিভার ফাউন্ডেশনের অরণ পরশ শাখার সদস্যরা সেই দুঃস্থ ব্যাক্তির বাড়িতে গিয়ে চিকিৎসা পরিষেবার পাশাপাশি রোগীর যত্ন, রোগীকে ভালো রাখতে কিছু উপদেশ দেওয়া হয়। গ্রামে গ্রামে শয্যাশায়ী রোগী, আর্ত মানুষদের পাশে থাকার জন্য কাজ করছে এই সংগঠন। এদিন রোগীর ও তার পরিবারের পাশে অরণ পরশের সদস্যরা দাঁড়ানোর জন্য তাদের ধন্যবাদ জানান গৌরহরি বাগ্দীর ছোট বৌমা সোনালী বাগ্দী।