নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
শিবরাত্রিকে কেন্দ্র করে মেতে ওঠে কলেশ্বর। কলেশ্বরের শিবমন্দিরে প্রতি বছর শিবরাত্রিতে প্রচুর ভক্তসমাগম হয়। এবারেও ভক্তদের ভিড় ছিল উল্লেখযোগ্য। শিবরাত্রি উপলক্ষে কলেশ্বরে এবারেও মেলা বসেছে। হরেক রকম পশরা সাজিয়ে বসেছে দোকানদাররা। মেলায় দুপুর থেকেই ভিড় জমছে। অন্যদিকে এই সময় কলেশ্বর শিবালয় কমিটি আয়োজন করে সাহিত্যসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা। কলেশ্বরের নেতাজী সংস্কৃতি মঞ্চও প্রতি বছর মেলা প্রাঙ্গণে নেতাজী সুভাষ মঞ্চে প্রতি বছর আয়োজন করে সংস্কৃতি ও লোকসংস্কৃতির বাৎসরিক উৎসব। নেতাজী সংস্কৃতি মঞ্চ আয়োজিত বাৎসরিক উৎসবের সূচনা হল ১০ মার্চ বিকেলে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠন সভাপতি বিজয়কুমার দাস এবং স্বামী শিবানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রতিনিধি চন্দনা রায় সহ বিশিষ্টজনেরা। সঙ্গীত পরিবেশন করেন হিমাদ্রি মন্ডল। নেতাজী সংস্কৃতি মঞ্চের সম্পাদক হিমাদ্রিশেখর দে বললেন, এই সংগঠন শিবরাত্রি উপলক্ষে দীর্ঘ সময় ধরে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে আসছে। এবারেও সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি ছাত্র ছাত্রী সম্বর্ধনা, লোকসংস্কৃতির অনুষ্ঠান, লোকমানস পত্রিকা প্রকাশ, সাহিত্যবিষয়ক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। নেতাজী সংস্কৃতি মঞ্চের অনুষ্ঠানে এলাকার মানুষের ভিড় ছিল লক্ষণীয়।