সেখ রিয়াজুদ্দিনঃ
“স্বাস্থ্যই সম্পদ”- সেই কথাকে সামনে রেখে মঙ্গলবার সিউড়ির কড়িধ্যা বিদ্যা নিকেতনের পড়ুয়াদের নিয়ে একটি স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। পঠনপাঠনের পাশাপাশি শরীর সুস্থ রাখা খুবই জরুরী যার প্রেক্ষিতে এরূপ শিবিরের আয়োজন বলে জানা যায়। এদিন শিবিরে অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য নানাবিধ সুপরামর্শ দেওয়া হয়। খাদ্যতালিকা তথা বিভিন্ন রং এর খাদ্যের গুনাগুন সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করেন। গ্রামাঞ্চলের ছাত্রীরা প্রায়শই রক্তাল্পতায় ভুগতে থাকে। কিভাবে তারা সুস্থ থাকবে-এ সম্পর্কে শিবিরে বিশদ আলোচনা করেন বড়চাতুরী হেলথ সেন্টারের আয়ুষ বিভাগের মেডিকেল অফিসার ডঃ অনির্বাণ সাহা এবং জে এন এম অংশুপ্রিয়া নাথ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুজাতা সাহা দাস এক সাক্ষাৎকারে বলেন গ্রামীণ বিদ্যালয়গুলিতে মাঝে মধ্যে এই ধরণের সচেতনতা মূলক শিবিরের প্রয়োজন।