দীপককুমার দাসঃ
আজ মঙ্গলবার সিউড়ি শহর বিজেপির পক্ষ থেকে সিউড়ি পৌরসভার চেয়ারম্যানকে ডেপুটেশন দেওয়া হয়। এদিন সিউড়ি শহর বিজেপির সভাপতি সুনয়ন ভান্ডারীর নেতৃত্বে সাতদফা দাবি জানিয়ে এই ডেপুটেশন দেওয়া হয়। সিউড়ি শহরে তিনবার করে টাইম কলে জল সরবরাহ করতে হবে, এম পি ফান্ডে ভুয়ো টেন্ডারের তদন্ত করতে হবে, জনসাধারণের জন্য রাস্তায় ধারে শৌচালয় তৈরি করতে হবে, বহুতল বাড়ির পারমিশন বন্ধ করতে হবে, শপিং মল গুলিতে অবৈধ পার্কিং বন্ধ করতে হবে এমন মোট সাতদফা দাবিতে সিউড়ি পৌরসভার চেয়ারম্যানকে সিউড়ি শহর বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন দেওয়ার পর সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, জল কষ্ট যেসব ওয়ার্ড গুলিতে আছে সেগুলিতে রিপেয়ার টেন্ডার হয়ে গেছে। এছাড়াও টেম্পায়ারি জল দেবার ব্যবস্থা করা হচ্ছে। এম পি ফান্ডে টেন্ডার নিয়ে টেকটিক্যাল ফল্ট হয়েছিল সেটা মিটে গেছে।শৌচালয়ের জন্য বাসষ্ট্যান্ড এলাকায় জায়গা দেখা হচ্ছে। সিউড়িতে বহুতলের পারমিশন সর্বোচ্চ জি+৬। এখন অনলাইনে পারমিশন হয়। সেই নিয়ম মেনেই পারমিশন দেওয়া হচ্ছে। যে ১৪তলা নিয়ে অভিযোগ তোলা হয়েছে সেটার পারমিশনে সিউড়ি পৌরসভার কোন ভূমিকা নেই।