প্রাক্তনীকে পেয়ে আনন্দে উদ্বেলিত বিশ্বভারতী; পদ্মশ্রী প্রাপক রেজওয়ানা চৌধুরী বন্যার হাতে তুলে দেওয়া হলো স্মারক সম্মাননা

শম্ভুনাথ সেনঃ

বিশ্বভারতী পল্লী সংগঠন বিভাগের আমন্ত্রণে এক সঙ্গীত কর্মশালায় আজ ১২ মার্চ উপস্থিত ছিলেন পদ্মশ্রী পাপক রেজওয়ানা চৌধুরী বন্যা। উল্লেখ্য, এবছর ভারতের রাষ্ট্রীয় সম্মান “পদ্মশ্রী” প্রাপকদের তালিকায় আছেন বাংলাদেশের এই বরেন্য সংগীত শিল্পী। তাঁর সঙ্গীত শিক্ষা লাভ হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। রবীন্দ্রসঙ্গীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানেও তিনি গুণী শিল্পী। শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা শান্তিনিকেতন থেকে দীর্ঘদিন রবীন্দ্রসংগীতে তালিম নেন। শিক্ষাগুরু হিসেবে পেয়েছিলেন প্রখ্যাত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, শৈলজারঞ্জন মজুমদার, শান্তিদেব ঘোষ, গোরা সর্বাধিকারী দের মতো সঙ্গীতজ্ঞদের সান্নিধ্য। এই প্রাক্তনী গুণী পদ্মশ্রী প্রাপক শিল্পীকে পেয়ে পল্লী সংগঠন বিভাগ আনন্দিত। শ্রীনিকেতন কমিউনিটি হলে আজ দুপুরে তাঁর হাতে স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক, পল্লী সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল, বিশ্বভারতীর ফিনান্স আধিকারিক অমিত হাজরা, পল্লী সংগঠন বিভাগের মিউজিক ইউনিটের ইনচার্জ সন্দীপ সেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *