মেহের সেখঃ
২০ মার্চ বুধবার বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের অন্তর্গত কবি জগদ্রাম রায় গভ: জেনারেল ডিগ্রী কলেজে ‘প্রয়াস’ নামে একটি সেবামূলক প্রকল্পের উদ্বোধন করা হয়। ‘প্রয়াস’ প্রকল্পের মাধ্যমে পার্শ্ববর্তী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে এসে কলেজের অধ্যাপকদের কাছে সিলেবাসের পড়ার বাইরে কিছু আবৃত্তি, উচ্চারণ শিক্ষা, সংগীত, বাগান পরিদর্শন, সহজ অঙ্কের খেলা, অঙ্কন প্রভৃতি বিবিধ বিষয় তারা কলেজের এই প্রকল্প থেকে পাঠ নিতে পারবে। এদিন ‘প্রয়াস’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন কবি জগদ্রাম রায় গভ: জেনারেল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক অলোক কুমার দাস, অভ্যন্তরীণ মূল্য নির্ধারক সেলের আহ্বায়ক ভূ-তত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. অশেষ কুমার মাজি, শ্যামাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মনসারাম কুন্ডু, তাছাড়া ছিলেন কলেজের অন্যান্য অধ্যাপকবৃন্দ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানিয়েছেন “প্রতি মাসে বা দুমাসে একবার বাঁকুড়া প্রাথমিক শিক্ষা সংসদ থেকে অনুমতি নিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কলেজে আসবে। হাতে কলমে শিখবে নানাবিধ বাস্তবমুখী পাঠ। আজ তার শুভ সূচনা হল”।