
শম্ভুনাথ সেনঃ
অনেকেই পুরোনো দিনের চাঁদির টাকা রাস্তায় কুড়িয়ে পেয়েছেন, তার নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অনেকেই বেশ আনন্দিত। ঘটনাটি বীরভূমের লাভপুর ব্লকের জামনা গ্রাম পঞ্চায়েতের ধ্রুববাটি গ্রামে। উল্লেখ্য, এই গ্রামে বহু পুরোনো দিনের ভগ্নপ্রায় একটি বাড়ি থেকে মাটি খুঁড়ে সেই মাটি রাস্তায় ফেলা হয়। রাস্তায় মাটি ফেলার পর সমতল করতে গিয়ে পাওয়া গিয়েছে দুটি কলসি। এই কলসিতে ভর্তি ছিল রুপোর কয়েন। গ্রামবাসীদের দাবি এক একটি কয়েনের ওজন প্রায় ১১ গ্রাম। দাম প্রায় হাজার-বারোশো টাকা। রাস্তায় কুড়িয়ে পাওয়া এই কয়েন পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে গ্রামের বাসিন্দারা। তবে কেউ পেয়েছে ১টি কয়েন তো আবার কেউ পেয়েছে ৩-৪টি, কেউ বা ২০-৩০ টি কয়েন পেয়েছে বলে গ্রামবাসী কালিপদ দাস, বিপদতারন মণ্ডলরা জানিয়েছেন। লাভপুর ব্লকের ধ্রুববাটি গ্রামের বাসিন্দা বাবন দত্তের অনুমান, পুরোনো দিনের ওই ভাঙ্গা বাড়ির মাটিতেই ছিল এই কয়েন ভর্তি কলসি।